দলের সাথে দেশে ফেরেননি, দুবাইয়ে স্ত্রীকে নিয়ে ঘুরছেন সাব্বির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০২ এএম

দলের সাথে দেশে ফেরেননি, দুবাইয়ে স্ত্রীকে নিয়ে ঘুরছেন সাব্বির
স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরছেন সাব্বির

প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে দেখা গেল সাব্বির রহমানকে। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে দলে প্রত্যাবর্তন হয় সাব্বিরের। অবশ্য এত বছর পর দলে ফেরাটা রাঙাতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে মাত্র ৬ বলে ৫ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর দেশে ফিরেছে বাংলাদেশ দল । তবে দলের সঙ্গে দেশের বিমানে চড়েননি সাব্বির, বরং স্ত্রীকে নিয়ে দুবাইতে অবকাশ যাপন করছেন।

 

বাংলাদেশ দল শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে দেশে এসে পৌঁছালেও দলের সঙ্গে ছিলেন না সাব্বির রহমান। অবশেষে গতকাল জানা গেল তার দলের সাথে না ফেরার কারণ। স্ত্রীকে নিয়ে দুবাইতে ঘোরাঘুরি করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সাব্বির রহমানকে। নিজের ফেসবুক পেজে স্ত্রী-সহ সেসব ছবি পোস্ট করেন এই  হার্ড হিটার ব্যাটার।