রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৫ এএম

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত, আহত ১৫

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক রাজীব (৩৩) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চালক ছাড়াও লেগুনায় থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ১০ টায় হাসপাতালে পৌছালে চিকিৎসকরা রাজীবকে মৃত ঘোষণা করে।

দূর্ঘটনায় আহতরা হলেন আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪) যাত্রী মো. সাগর হোসেন (১৮), , মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০) ও আব্দুল বাতেনকে (৪৪)।  আহত বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ডেমরা থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলাম বলেন, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারটেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনের দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছেন। 

এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত চালকের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম রাজিব, বাবার নাম মমতাজ বলে জানা গেছে। সেখানে তার ঠিকানায় দক্ষিণ যাত্রাবাড়ীর ফরিদাবাদ দেয়া রয়েছে।