সোনারগাঁওয়ে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৯ এএম

সোনারগাঁওয়ে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা ভবনটি উদ্বোধন করার পর স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবার জন্য খুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পরিচালক ফরিদ হোসেন মিঞাঁ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাবরিনা হক প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করায় সাধারণ মানুষ আগের চেয়ে বেশি স্বাস্থ্য সেবা পাবেন।