মহাস্থান হাটে ১ কাপ চায়ের দামে ১ কেজি কাঁচা মরিচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩০ এএম

মহাস্থান হাটে ১ কাপ চায়ের দামে ১ কেজি কাঁচা মরিচ

পাইকারি বাজার মহাস্থান হাটে কাঁচা মরিচের দামে হঠাৎ করে ধস নেমেছে। এ বাজারে মাঝারি মানের প্রতি কেজি কাঁচা মরিচ  বুধবার (০৭ সেপ্টেম্বর) বিক্রি হয়েছে ১০ টাকায়। কিছুদিন আগেও এই দাম ছিল ২৪০ টাকা। আড়ৎদার জানান, চাহিদার তুলনায় হঠাৎ করে সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের বাজারে এমন ধস নেমেছে। বগুড়ার মহাস্থান হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচসহ নানা ধরনের সবজি সরবরাহ করা হয়।

 

বগুড়ার এ পাইকারি বাজারে গতকাল মাঝারি মানের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ১০ টাকায়। অথচ ১২ কিলোমিটার দূরে শহরের ফতেহ আলী বাজারে এ দাম ৪০ টাকা।

 

চাষিরা জানান, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়াও রয়েছে খাজনা ও অন্যান্য খরচ, এ বাবদ খরচ হয় আরও এক টাকা। ফলে প্রতি কেজি মরিচ বিক্রি করে চাষিরা পাচ্ছেন ছয় টাকা, যা এক কাপ চায়ের দামের সমান। বগুড়ায় এক কাপ চা বিক্রি হয় ৬ থেকে ১০ টাকায়।

 

আড়ৎদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল বুধবার মহাস্থান হাটে ভালো মানের প্রতি কেজি কাঁচা মরিচের দাম পাইকারিতে ছিলো সর্বোচ্চ ২০ টাকা। মঙ্গলবার এ বাজারে ভালো মানের প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৩০ টাকা। মাঝারি মানের কাঁচা মরিচ ২০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। গত ১৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের গড় দাম ছিল ২৪০ টাকা।