logo

গ্রহাণুর গতিপথ পরিবর্তনে মহাশুন্যে যাচ্ছে মহাকাশযান


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৬ এএম

গ্রহাণুর গতিপথ পরিবর্তনে মহাশুন্যে যাচ্ছে মহাকাশযান

আর কয়েক ঘণ্টার মধ্যে একটি গ্রহাণুর সাথে মহাশূন্যে সংঘর্ষে লিপ্ত হবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পাঠানো একটি মহাকাশযান। এর মাধ্যমে গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করার আশা করছে সংস্থাটি। 

বাংলাদেশ সময় (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে এ সংঘর্ষ ঘটবে। পুরো ঘটনাটি বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে দূর থেকে পর্যবেক্ষণ করা হবে, যার মধ্যে রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপও। 

নাসার এই ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট মিশনের লক্ষ্য হলো, বড় আকারের একটি পাথরখণ্ডকে পৃথিবীতে আঘাত হানা থেকে থামানো ঠিক কতটা কঠিন হবে সে সম্পর্কে ধারণা করা। পৃথিবী থেকে এক লাখ ১০ হাজার কিলোমিটার দূরে ডাইমরফোস নামের একটি গ্রহাণুতে আঘাত হানবে মহাকাশযানটি। 

নাসা জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর দিকে আসছে না। এই পরীক্ষার মাধ্যমে সেটিকে পৃথিবীর দিকে ধাক্কা দিয়ে পাঠানোর কোনো সম্ভাবনাও নেই।