logo

সরানো হলো পূজা চেরির আপত্তিকর দৃশ্য


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৭ এএম

সরানো হলো পূজা চেরির আপত্তিকর দৃশ্য

বাণিজ্যিক ঘরানার বাইরে প্রথমবার একটি সিনেমা নির্মাণ করেছেন আরিফ জাহান। আনিসুল হকের গল্পে ‘হৃদিতা’ সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। এতে নাম ভূমিকায় আছেন পূজা চেরি।

সরকারি অনুদানে নির্মিত ‘হৃদিতা’ সিনেমার সদ্যপ্রকাশিত ট্রেলারে প্রদর্শিত পূজা চেরির আপত্তিকর দৃশ্যটি বাদ দেয়া হয়েছে।

(২০ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান এসআইএস মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘হৃদিতা’র ট্রেলার প্রকাশ পায়। সেখানে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় অভিনেত্রী পূজা চেরীকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্রে রূপদানকারী এবিএম সুমনকে।

ক্যামেরায় পূজা বেশ সাবলীলভাবে ধরা দিলেও এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। ফলস্বরূপ তোপের মুখে ট্রেলার থেকে বাদ দেয়া হয়েছে পুজার আপত্তিকর দৃশ্যটি।

এ সিনেমার প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্য চিত্রনায়িকা অঞ্জনা। তিনি বলেন, হৃদিতার সিনেমাটি খুব ভালো লেগেছে। নির্মাণও সুন্দর ছিল। পূজা চেরি ও এবিএম সুমনের অভিনয় বেশ ভালো ছিল। সিনেমাটি দেখে আমাদের খুব ভালো লেগেছে।

সিনেমাটি নিয়ে নির্মাতার প্রত্যাশা বেশ। সুনামগঞ্জের হাওরে গানের চিত্রায়ণের মাধ্যমে শেষ হয়েছিল এ সিনেমার শুটিং।