logo

আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেল ৭০ মণ ইলিশ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৯ এএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেল ৭০ মণ ইলিশ

হিন্দু ধর্মাবলম্বীদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ।

(২০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতরে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২টি ট্রাকে করে ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রফতানি হয়। ঢাকার কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের মাধ্যমে ইলিশ মাছগুলো রফতানি করেছে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৫৯টি মাছ রফতানিকারক প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ মাছ রফতানি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে ফিশ বাজারের তত্বাবধানে এই স্থলবন্দর দিয়ে ৫০ টন ইলিশ মাছ ভারতের আগরতলায় যাবে। ভারতের কৃষ্ণপদ রায় প্রতিষ্ঠান এই মাছগুলো গ্রহণ করবে।

রফতানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।

আখাউড়া কাস্টমসের রাজস্ব র্কমর্কতা মো. মিজানুর রহমান চৌধুরী জানান, পূজা উপলক্ষে এ বছরে এ স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রফতানি করা হবে। এই ইলিশ রফতানির মধ্যে দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।