logo

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হওয়া উচিত ১৪ টাকা


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫০ এএম

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হওয়া উচিত ১৪ টাকা

করোনার দুঃসময় কাটিয়ে ওঠার এ সময়ে এসে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ‘সেভ দ্য রোড’ নামের সংগঠন। (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের কল্যাণের জন্য যে মেট্রোরেলের ব্যবস্থা করেছেন, সেই মেট্রোরেলে যেন জনগণ উঠতে না পারে সেজন্য সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাসের ভাড়া বাড়ানোর পর তা দিতেই সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, এখন এর চেয়ে বেশি ভাড়া নির্ধারণ করলে তা তাদের ওপর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে গণ্য হবে।

এতে বলা হয়, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তিন সদস্যের একটি পরিবারের যেখানে মাসিক ব্যয় কমপক্ষে ২০ হাজার টাকা, সেখানে নতুন করে মেট্রোরেল তার জীবনে নতুন কোনো আশার সঞ্চার করতে পারেনি। এ অবস্থায় একজন মধ্য মাপের চাকরিজীবীর বেতন যেখানে ১৮-২০ হাজার টাকা, তার বেতন থেকে মেট্রোরেলে আসা-যাওয়ার জন্য গুনতে হবে কমপক্ষে দুই হাজার ৪০০ টাকা। বাকি টাকায় পরিবার চালাতে তাকে হিমশিম খেতে হবে।

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হওয়া উচিত ১৪ টাকা— উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিলোমিটারপ্রতি ভাড়া সাড়ে তিন টাকা হতে পারে। একই সঙ্গে মতিঝিল পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ৬০ টাকা নির্ধারিত হলে প্রমাণিত হবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিম্নবিত্ত থেকে শুরু করে সব শ্রেণি ও পেশার মানুষের কথা ভাবছে সরকার।

রাজধানীতে আগামী ডিসেম্বর মাস থেকে চালু হচ্ছে মেট্রোরেল। প্রথম পর্যায়ে চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। ইতোমধ্যে ভাড়ার হার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ মানুষ বলছেন, ভাড়ার হার তুলনামূলকভাবে একটু বেশি যা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের বহন করতে কষ্ট হবে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতি কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা। এছাড়া সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। আমাদের দেশে মেট্রোরেলের ভাড়া প্রতিবেশী দেশ ভারতের দিল্লি থেকে প্রায় দ্বিগুণ এবং কলকাতার চেয়ে তিন গুণ বেশি। এছাড়া পাকিস্তানের লাহোরের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি।

নির্ধারিত ভাড়া অনুযায়ী দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া দিতে হবে ৬০ টাকা। এই দূরত্বে রয়েছে সাতটি স্টেশন। দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার এবং উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ২০ টাকা। এটি হচ্ছে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া। এছাড়াও দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর- ১১ স্টেশন পর্যন্ত ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।

আবার পল্লবী থেকে মিরপুর- ১১ বা কাজীপাড়া স্টেশনে নামলেই ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে, পল্লবী থেকে শেওড়াপাড়া বা আগারগাঁও পর্যন্ত যেকোনো স্টেশনে নামলে ভাড়া দিতে হবে ৩০ টাকা।

মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা, কারওয়ান বাজার ৪০ টাকা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই দূরত্ব থেকে সচিবালয় বা মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৬০ টাকা। তবে, কমলাপুর পর্যন্ত যেতে আরও ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে।