logo

ফোয়ারা ফেরদৌস যেভাবে ‘পটের বিবি’ হয়ে উঠেন আরো ডিটেইল দরকার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১০ এএম

ফোয়ারা ফেরদৌস যেভাবে ‘পটের বিবি’ হয়ে উঠেন আরো ডিটেইল দরকার

বর্তমান পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উদ্যোক্তা হয়ে ওঠা সহজ নয়। তবে সম্প্রতি অনলাইন ব্যবসায় নারীরা পেছনে ফেলছে সবাইকে। এমন এক সফল উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস।

শাড়ির প্রতি বাঙালির নারীর টান সহস্র বছরের। তবে যুগে যুগে শাড়ির রঙ ও ডিজাইনে এসেছে বৈচিত্র্য।

এদিকে শাড়ির ক্যানভাসে বাংলার সংস্কৃতি ও জীবনযাত্রাকে তুলে ধরে সফল উদ্যোক্তা বনে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফোয়ারা ফেরদৌস।

যারা অনলাইন কেনা-কাটা করেন, তাদের কাছে তিনি পরিচিত ‘পটের বিবি’ নামে। রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে পটের বিবির আয়োজন ‘বিবির পাবন’শুরুর গল্পটা জানালেন ফোয়ারা।

পটের বিবির নকশার ভক্ত ও ক্রেতারা সব সময়ই এ আয়োজনের জন্য অপেক্ষা করে থাকেন। এবার পাবনে পটের বিবির সঙ্গে যুক্ত হয়েছে দারুণ আরও কয়েকটি উদ্যোগ।

প্রতিবারই পাবন উপলক্ষে নতুন কালেকশন আনে পটের বিবি। সেই ধারাবাহিকতায় এবার এসেছে নতুন নতুন নকশার শাড়ি, স্কার্ট, কুর্তি, ব্লাউজ, ব্লাউজ পিস এবং ব্যাগ।

ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি সবই ছিলো এবারের আয়োজনে। ছিলো পটের বিবির নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়িও।

এক সময় মাতৃত্বকালীন ছুটি না পেয়ে চাকরি ছাড়া ফোয়ারা এখন সফল উদ্যোক্তা। শুরু থেকেই তিনি প্রাধান্য দিয়েছেন নিজস্ব ডিজাইন ও সৃষ্টিশীলতাকে।

বর্তমান সময়ে অনেকেই নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরুর কথা ভাবছেন। তার মতে, এখন তরুণদের নিজ উদ্যোগে সফল হতে কোন ব্যবসা শুরুর আগেই দরকার সঠিক পরিকল্পনা।

এক সময় ভালোলাগা থেকে শুরু করেছিলেন বিভিন্ন পণ্যে আঁকিবুঁকির কাজ। তারপর তা নিয়ে আসেন বাঙ্গালি শাড়ির ক্যানভাসে। ভবিষ্যতে এই বাঙ্গালিয়ানা তিনি নিতে চান বিদেশেও।