নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩৫ এএম
টাঙ্গাইলের সখীপুরে হতেয়ার বনের বেতবাগানে চিতাবাঘের দেখা মিলেছে। এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বন কর্মকর্তা আব্দুল আহাদ।
গতকাল (১০ সেপ্টেম্বর) হতেয়া এলাকার শাকিব বেতবাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে চিতাবাঘের মত দেখতে ওই প্রাণীকে পথের মধ্যে বসে থাকতে দেখেন।
তিনি চিতাবাঘটির ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন, তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফেসবুকে পোস্ট দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে।
শাকিব জানায়, 'হতেয়ার বনের মধ্যে লোকজন চলাচল করে। আমি সেখান দিয়ে যাওয়ার পথে হঠাৎ বাঘটিকে বসে থাকতে দেখে ছবি তুলি।'
হতেয়ার বাজারের মা ফার্মেসির মালিক সজিব জানান, শাকিব বাঘের ছবি তুলে বাজারে এসে তা লোকজনদের দেখান। এরপর স্থানীয় কয়েকজন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদকে বাঘের ছবিটি দেখান। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বন কর্মকর্তা আব্দুল আহাদ জানান, হতেয়া এলাকায় চিতাবাঘের মতোই এক প্রাণীর দেখা মিলেছে বলে সজীবসহ বেশ কয়েকজন এলাকাবাসী তাকে জানান। এ কারণে এলাকার লোকজনকে বেতবাগানে ঢুকতে নিষেধ করে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়।