logo

মোমেনের মন্ত্রিত্ব যাবে কি যাবে না সে এখতিয়ার প্রধানমন্ত্রী'র: ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৩ এএম

মোমেনের মন্ত্রিত্ব যাবে কি যাবে না সে এখতিয়ার প্রধানমন্ত্রী'র: ওবায়দুল কাদের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে কি যাবে না, সে এখতিয়ার প্রধানমন্ত্রী'র বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনো কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি এসেছেন, তখন কি তা‌দের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছি‌লেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ। একজন মানুষ অসুস্থও হ‌তে পা‌রেন। তার বাসা থে‌কে শুনেছি তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে।

ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে কথাবার্তা বলায় তার (মোমেন) হয়‌তো একটা স্লিপ হ‌য়ে‌ছে, এজন্য তার মন্ত্রিত্ব চ‌লে যা‌বে কিনা এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রী'র, তি‌নি চাইলে বাদ দি‌তে পা‌রেন।