logo

বলিউড কি ভেঙে পড়েছে?


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫২ এএম

বলিউড কি ভেঙে পড়েছে?

পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমা নির্মিত হয় ভারতে। এখানে কমপক্ষে ৪১ ভাষার সিনেমা মুক্তি পায় । কিন্তু হাতে গোনা কয়েকটি ইন্ডাস্ট্রির সিনেমা নিয়েই চলে মাতামাতি। যার মধ্যে প্রথম নামটি হলো বলিউড। তবে এটা সত্য যে, বিশ্ব দরবারে ভারতীয় সিনেমাকে তুলে ধরেছে বলিউড।

হিন্দি ভাষার এই ইন্ডাস্ট্রিতে বছরে নির্মিত হয় শত শত সিনেমা। সেগুলো আবার শত-হাজার কোটি টাকা আয় করে জমজমাট রাখে মুম্বাই নগরীকে। কিন্তু করোনা মহামারির পর থেকে চিত্রটা একটু ভিন্ন। বলিউডের সিনেমা ও ব্যবসার সমীকরণ খাপ খাচ্ছে না। মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমাই লোকসান গুনছে।

এখন প্রশ্ন উঠছে, বলিউড কি তবে ভেঙে পড়েছে? বিশেষজ্ঞদের একাংশের মতে, হয়ত ভেঙে পড়েছে। আর এর পেছনে বলিউড নিজেই দায়ী। একই সুরে কিছুদিন আগে কথা বলেছেন সুপারস্টার অক্ষয় কুমার। টানা কয়েক বছর একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু তার সর্বশেষ কয়েকটি সিনেমা একেবারে মুখ থুবড়ে পড়েছে।

অকপটে অক্ষয় বলেছেন, ‘সিনেমা চলছে না। এটা আমাদের ভুল, আমার ভুল। আমাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে। দর্শক কী চায়, সেটা আমাকে বুঝতে হবে। সিনেমা করার ক্ষেত্রে আমার যে চিন্তাধারা, সেটায় পরিবর্তন আনতে চাই।’

করোনাকালীন ভারতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের মতো ওটিটি মাধ্যমগুলোতে দর্শকের বড় অংশ মজে গেছে। ফলে প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখার অভ্যাস অনেকের মধ্যেই হ্রাস পেয়েছে।

বলিউডে এই বছর এ পর্যন্ত মুক্তি পেয়েছে ২৬টি সিনেমা। এর মধ্যে ২০টিই হয়েছে ফ্লপ। শতকরা হিসাবে ৭৭ শতাংশ লোকসানের মুখে। ২০১৯ সালে সেই হার ছিল ৩৯ শতাংশ। তিন বছরের মাথায় প্রায় দ্বিগুণ হয়েছে ফ্লপের হার। যা বলিউডের জন্য অনেক বড় অশনি সংকেত।

২০১৯ সালের আগ পর্যন্ত প্রতি বছর প্রায় ২ বিলিয়ন ডলারের ব্যবসা হতো বলিউডে। এরপর করোনার বড় ধাক্কা এসেছে। যা সিনে ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছে। অনেকেই বলে থাকেন, হিন্দি সিনেমা মানসম্মত হচ্ছে না বিধায় দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। বিপরীত দিকে দক্ষিণ ভারতের সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে। 

মিডিয়া অ্যানালিস্টদের ধারণা, সহসাই বলিউডের এই চিত্র বদলাবে না। তবে মুক্তির অপেক্ষায় বেশ কয়েকটি আকাঙ্ক্ষিত সিনেমা রয়েছে। সেগুলো যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে মন্দাবস্থা কিছুটা কাটতে পারে।