ব্যাংকে কোটি টাকা আমানতকারীর সংখ্যা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৮ এএম

ব্যাংকে কোটি টাকা আমানতকারীর সংখ্যা বেড়েছে

বাংলাদেশে আর্থিক সংকটে নিম্ন ও মধ্যম আয়ের জনগণ এক প্রকার হতাশা-অসহায়ত্বে দিনযাপন করছেন, কিন্তু বিত্তশালীদের ক্ষেত্রে ঠিক এর চিত্র উল্টো । দেশজুড়ে এমন পরিস্থিতিতেও আয় বেড়েছে বিত্তশালীদের। কোটিপতি আমানতকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের ব্যাংকগুলোতে বর্তমানে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা এক লাখ ৮ হাজার ৪৫৭টি। যা গত তিন মাস আগে ছিল এক লাখ ৩ হাজার ৫৯৮টি। সেই হিসেবে দেশে তিন মাসের ব্যবধানে এক কোটির আমানতের সংখ্যা বেড়েছে চার হাজার ৮৬১টি।

আরেক হিসাবে দেখা গেছে, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৯৭৬টি। তবে একই বছরের জুন মাসে এই সংখ্যা আরও কম ছিল। ছয় মাস ব্যবধানে দুই হাজার ৫৮টি বেড়ে যায়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের জুনভিত্তিক হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায়ে এসকল তথ্য জানা যায়।

২০২২ সালের জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতকারীর সংখ্যা ১২ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৫১৩টিতে দাঁড়িয়েছে। এসব হিসাবে মোট ১৫ লাখ ৭৩ হাজার ৮২৩ কোটি টাকা জমা ছিল। এ ছাড়া চলতি বছরের মার্চ পর্যন্ত আমানতকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৮৯৩টিতে। তাদের হিসাবে মোট ১৫ লাখ ১৪ হাজার ৮৯৫ কোটি টাকা জমা ছিল। এদিকে গেল বছরের জুন পর্যন্ত মোট আমানতকারীর সংখ্যা ১২ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২৬৬টি ছিল। ওই সময় তাদের হিসাবে ১৪ লাখ ৩৯ হাজার ৭৬৩ কোটি ২৭ লাখ টাকা জমা ছিল।